দফাদারের দায়িত্ব ও কতর্ব্যঃ
(ক) ডেপুটি কমিশনার কতৃক প্রদত্ত একটি বাধাই করা নোট বুক তার নিকট থাকিবে এবং তাতে ডেপুটি কমিশনার কতৃক নিদিস্ট সমস্ত তথ্যাবলী লিপিবদ্ধ করিবেন এবং উপজেলা ভারপ্রাপ্ত কমকতা কতৃক চাহিবামাত্র উক্ত ডায়েরী তাহার নিকট দাখিল করিবেন।
(খ) তাহার অধিনস্ত গ্রাম পুলিশগন সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তাহা দেখাশুনা করিবেন।
(গ) তিনি সপ্তাহে দুই জন গ্রাম পুলিশের দায়িত্ব কতৃব্য সম্পকে আকস্মিক পরিদশন করিবেন।
গ্রাম পুলিশের দায়িত্ব ও কতৃব্যঃ
(১) প্রত্যেক গ্রাম পুলিশকে মৌলিক গনতন্ত্র আদেশ এর তৃতীয় তফসিলের অংশ - ২ এ লিপিবদ্ধ সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করিতে হইবে।
(২) একজন গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ কতৃক নিদেশ মোতাবেক নিধারিত বিট দরে পাহাড়া দিবেন।
(৩) তিনি ইউনিয়নের দফাদারের আইনানুগ আদেশ পালন করিবেন।
(৪) তিনি তাহার সাধ্য অনুযায়ী উপজেলা পুলিশকে দায়িত্ব পালনে সহায়তা করিবেন।
(৫) ইউনিয়নের কর, রেট,ফিস ইত্যাদি সংগ্রহ করার কাজে নিয়োজিত ব্যক্তিকে সহযোগিতা করিবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস